
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। মনোনয়ন পাওয়ার পর বুধবার বিকেলে পাঁচজন এমপি প্রার্থীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিনন্দন জানাতে গিয়ে নেতারা বলেন, মুশফিকুর রহমান একজন অভিজ্ঞ ও ত্যাগী রাজনীতিক। তাঁর নেতৃত্বে বিএনপি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আরও সুসংগঠিত হবে এবং জনগণের আস্থা অর্জন করবে। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে মুশফিকুর রহমান বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটি আসলে কসবা-আখাউড়ার জনগণের প্রতি দলের আস্থার প্রকাশ। আমি জনগণের পাশে থেকে তাদের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।” অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।