
আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
সরাইল সদর প্রাতঃবাজার সংলগ্ন শত বছরের অধিক পুরাতন পুকুরটি ড্রেজার মেশিনের মাধ্যমে দ্রুতগতিতে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের প্রাণের দাবি উপেক্ষা করে প্রতিপক্ষ দুষ্কৃতিকারী একটি চক্র এ অবৈধ কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি প্রভাবশালী কিছু ব্যক্তি পুকুরটি দখলের উদ্দেশ্যে ড্রেজার বসিয়ে ভরাট কাজ শুরু করে। এ ব্যাপারে এলাকাবাসী মৌখিকভাবে ও লিখিতভাবে প্রশাসনকে অবহিত করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে সরাসরি অভিযোগ করলে তিনি জানান, “এখন যদি আমি এই কাজ বন্ধ করি তাহলে উপজেলার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।” এলাকাবাসী জানিয়েছেন, তারা ইতিমধ্যে মেইল ও লিখিতভাবে ইউএনও অফিসে অভিযোগ দাখিল করেছেন, তবুও ভরাট কার্যক্রম থামেনি। এই ঘটনাটি ঘটছে সরাইল প্রাতঃবাজার মসজিদ সংলগ্ন দেওয়ানা হাবলি পাড়া এলাকায়। স্থানীয়রা দ্রুত অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ ও ঐতিহ্যবাহী পুকুরটি সংরক্ষণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।