শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
ঘোষনা
আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই – আমিনুল হক বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসে উত্তাল এলাকা: বৈধ বালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন ষড়যন্ত্রের শিকার রংপুরে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশে ঘোষণা দাবি না মানলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি উত্তরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢলে তিস্তায় পানি বাড়ছে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন সম্পন্ন মিরপুর থানা কৃষক দলের গণসংযোগ ও বিশাল মিছিল ঢাকা ১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন ঝিনাইদহের কোটচাঁপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দিনব্যাপী কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান ২১ দফা দাবিতে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে পানিতে ডুবে জন্নাতুল নুর নামের দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা চুয়াডাঙ্গায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময়

গাজীপুর মসজিদের মোয়াজ্জিন কতৃক ৯ বছরের শিশু ধর্ষণ

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৪৭ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নং ওয়ার্ডের পূর্ব কল্মেশ^র এলাকায় বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসা ওয়াক্ফ এসট্রেট নামক প্রতিষ্ঠানটির মোয়াজ্জিন কতৃক ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের মোয়াজ্জিন মো. ইমরান হোসেন (২৩) কে গ্রেফতার করেছেন গাছা থানা পুলিশ,এ বিষয়ে এলাকায় উক্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার ৪তলা ভবনের নিচ তলায় প্রতিদিন মক্তব পরানো হয় ও ২য় তলায় হেফজ পরানো হয় এবং ৩য় তলায় হেফজ পড়–য়া ছাত্র, মসজিদের ইমাম ও শিক্ষক গণ, মোয়াজ্জিন থাকেন,আর মসজিদের ৪তুর্থ তলায় রান্নাবান্না হয়।

প্রতিদিনের নেয় বৃহস্পতিবারো মাদ্রাসার কার্যক্রম চলতে থাকে, দুপুর ২টা থেকে নিচ তলায় মক্তব শুরু হয়, এ সময় (ছন্দ নাম আখি) আইসক্রিম খেতে খেতে মক্তব পরতে আসেন, এমতাবস্থায় মসজিদের মোয়াজ্জিন মো. ইমরান হোসেন আখির আইসক্রিম খাওয়া দেখে তাকে বলেন রোজার দিন এভাবে প্রকাশ্যে আইসক্রিম না খেয়ে তুমি ৪র্থ তলায় গিয়ে খেয়ে আসো, তখন আখি আইসক্রিম খেতে ৪র্থ তলায় গেলে মোয়াজ্জিনও সেখানে উপস্থিত হন, এ সময় ইমরান আখিকে কৌশলে রান্না ঘরে নিয়ে যায়, এবং আখির বুকে ও মাথায় হাত দেয়, এ সময় আখি চিৎকার করার চেষ্টা করলে তাকে ভয় দেখিয়ে ঝোর পূর্বক তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার কথা বলে বিভিন্ন হুমকি দিয়ে তাকে সেখান থেকে বের করে দেন, পরে আখি নিচে এসে তার ক্লাশ শেষ করে বাসায় চলে যায় এবং কান্না কাটি করতে থাকে। পরে সন্ধ্যায় তার বাবা মা বাসায় আসলে ঘটনাটি বাবা মায়ের কাছে খুলে বলেন।
পরে আখির বাবা মসজিদে এসে ইমরানকে না পেয়ে ৯৯৯ নাইনে ফোন করে বিষয়টি জানালে গাছা থানার পুলিশ তাতক্ষনাত ঘটনা স্থলে হাজির হয়,এবং তদন্ত শেষে মসজিদের মোয়াজ্জিন কে গ্রেফতার করেন।
ততক্ষনাত এ বিষয়ে মসজিদের মোতোয়াল্লি ও সভাপতি দীর্ঘদিন যাবৎ দুটি পদ একাই দখলে রাখা আব্দুল্লাহ আল সাগর বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন মহলে মরিয়া হয়ে উঠেন, তক্ষন এলাকাবাসী ধর্ষকের বিচারের দাবিতে এলাকায় মিছিল করতে থাকেন , এসময় পরিস্থিতি ব্যগতিক দেখে সাগর গা ডাকাদেন।
পরে ছন্দ নাম আখির বাবা বাদি হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ০৫/২২ তারিখ ০৭-০৪-২০২২ ইং। অসামী মো. ইমরান হোসেন (২৩) পিতা- রুস্তম আলি কাজি,সাং- বাদলপাড়া,থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল,বর্তমানে- গাছা থানাধীন ৩৫ নং ওয়ার্ডের পূর্ব কল্মেশ^র এলাকায় বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসা ওয়াক্ফ এসট্রেট নামক প্রতিষ্ঠানটির মোয়াজ্জিন।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, আমরা ৯৯৯ নাইনে একটি শিশু ধর্ষনের অভিযো পেয়ে বাইতুল মামুর জামে মসজিদে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আসামি মসজিদের মোয়াজ্জিন মো. ইমরান হোসেন কে গ্রেফতার করতে স্বক্ষম হই, এ বিষয়ে মামলা হয়েছে পরবর্তী আইনি কার্যকলাপ শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991