
ওয়াজেদ নয়ন মাদারগঞ্জ প্রতিনিধি , জামালপুর সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশনের ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে । তথ্য সূত্রে জানা যায় , ২০২০-২১ অর্থবছরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের ভবন নির্মাণ কাজে ৩ হাজার ৬ শত ৪০ স্কয়ার ফিটে প্রথম তলা এবং দ্বিতীয় তলায় ২ হাজার ৮০ স্কয়ার ফিটে গত বছরে উক্ত ভবনের নির্মাণ কাজ শুরু হলেও ভিন্ন ভিন্ন কারণে উক্ত নির্মাণ কাজ বন্ধ থাকে । পরবর্তীতে চলতি বছরে উক্ত ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং বুধবারে ভবনের ছাদ ঢালায়ের নির্মাণ কাজ শেষ হয় । ভবনের ছাদ ঢালায়ের কাজে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সহকারী প্রকৌশলী মোঃ আতিক এবং উপ সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল হোসাইন । এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত রেলওয়ে স্টেশনের ভবনের নির্মাণের দ্বায়িত্বে থাকা প্রতিষ্ঠান মেসার্স রিচ ডেভেলপমেন্ট হ্যাভি ইঞ্জিনিয়ারিং এর শেয়ার হোল্ডার মোঃ গোলাম রব্বানী , মোঃ হান্নান রহমান লিঠু , মোঃ আক্তারুজ্জামান সুমন , জেনারেল ম্যানেজার মোঃ ওয়াজেদ আলী , ইন্জিনিয়ার মোঃ সরোয়ার জাহান সুমন , সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ আশিস চন্দ্র দে , জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম আকন্দ সুমন, সরিষাবাড়ী রেলওয়ে জামে মসজিদের খতিব মোঃ ইসমাইল হোসেন সহ অনেকেই । এসময় দায়িত্বপ্রাপ্ত সকলেই বলেন উক্ত ভবনের নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী এবং ভালো মানের সামগ্রী দিয়েই হচ্ছে । আমরা আশাবাদী চলতি বছরেই বাকি কাজটুকু শেষ করতে পারবো । রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ , রেলওয়ে মসজিদের খতিব ও স্থানীয়রা রেলওয়ে স্টেশনের নির্মাণাধীন ভবনের কাজে উৎসুক এবং সু প্রত্যয় ব্যক্ত করেন । এসময় তারা আরো বলেন , আমাদের দীর্ঘদিনের চাওয়া সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের ভালো একটা ভবন নির্মাণ কাজ শেষ হতে চলেছে এজন্য আমরা কর্তৃপক্ষের নিকট চির কৃতজ্ঞ ।