
স্টাফ রিপোর্টার : তারান্নুম রিয়া মনি
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৫৪ নম্বর একটি বাসায় দীর্ঘদিন ধরে অনৈতিক দেহব্যবসা চলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, ওই ভবনে গোপনে এসব কর্মকাণ্ড পরিচালনার ফলে আশপাশে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, বিভিন্ন সময়ে অচেনা মানুষের ঘনঘন যাতায়াত লক্ষ্য করা যায়, যা এলাকায় সন্দেহের সৃষ্টি করেছে। অভিযোগ করা সত্ত্বেও এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় সাধারণ পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাবাসীর এক বাসিন্দা বলেন,
“আমরা শান্তিপূর্ণ এলাকায় বসবাস করি। এখানে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চলতে থাকলে আমাদের সন্তানদের জন্যও ঝুঁকি তৈরি হয়। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
অভিযুক্ত বাসা বা সংশ্লিষ্ট কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের নজরদারি ও যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের সত্যতা নিশ্চিত করতে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করতে পারে।