
মুহাঃ সানাউল্লাহ বেপারী, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বেড়ে চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এই আসনে মনোনীত করেছে তরুণ ও উদীয়মান নেতা ফারুক আহমেদ মুন্সিকে। তাঁর পক্ষে ইতোমধ্যে গণসংযোগ ও বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু হয়েছে।
ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বহু ইসলামপ্রিয় জনতা অংশগ্রহণ করেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দলটির অন্যতম আধ্যাত্মিক ও সংগঠনগত অনুষ্ঠান ‘চরমোনাই মহাসম্মেলন’ আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ এই মহাসম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ আয়োজনকে সামনে রেখে সংগঠনের বিভিন্ন শাখায় চলছে ব্যাপক প্রস্তুতি ও কর্মতৎপরতা।
প্রার্থী ফারুক আহমেদ মুন্সি বলেন, “আমরা কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, বরং দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। ভোটারদের আহ্বান জানাব ব্যক্তিকে দেখে নয়, বরং ইসলামী আন্দোলনের প্রতীক ‘হাতপাখা’ মার্কায় ভোট দেবেন।”
ইসলামী যুব আন্দোলন বৈদ্যেরবাজার ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে ধারাবাহিক প্রচারণা পরিচালিত হচ্ছে। স্থানীয় ভোটাররাও গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
চরমোনাই মহাসম্মেলন, আলোচনা সভা ও নির্বাচনী প্রচারণার সমন্বয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের কার্যক্রমে জনগণের আগ্রহ বাড়ছে। এখন দেখার বিষয়, এই উদ্দীপনা কি আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে কি না।