
আশীষ বিশ্বাস
সিনিয়ার স্টাফ রিপোর্টার
নীলফামারীর-৩ জলঢাকা আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সোহাগ হোসাইন বাবুকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে জলঢাকা ছাত্র, যুব ও গন অধিকার পরিষদ।
সোমবার সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন গরুহাটি মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,গন অধিকার পরিষদ জলঢাকা উপজেলা কমিটির সহ-সভাপতি সোহেল রানা
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতৃত্বের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা, দলীয় নেতা কর্মীদের হেনস্তা, সংগঠন বিরোধী আচরণ, বন্ধু -স্বজনপ্রীতি ও আর্থিক বিনিময়ের মাধ্যমে কমিটি বিতরণ, দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য কর্মীদের পদে অবমূল্যায়ন, বিভিন্ন দপ্তরে বিভাজন সৃষ্টি করে একক আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা এবং উপজেলা সভাপতি তাইজুল ইসলাম তাজুকে কোন কিছু না জানিয়ে কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দিয়ে ইউনিয়ন কমিটি গঠনসহ দলীয় অন্যান্য কার্যক্রম পরিচালনা করায় নেতাকর্মীদের মাঝে বিভক্ত সৃষ্টি হয়
বক্তব্যে সোহেল রানা আরও বলেন, কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই জলঢাকা উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি তাইজুল ইসলাম তাজুকে তার পদ থেকে গত ১৪ নভেম্বর অব্যাহতি দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে এবং সকলের সম্মতিক্রমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ট্রাক প্রতীকের প্রার্থী সোহাগ হোসাইন বাবুকে আজ থেকে অবাঞ্ছিত ঘোষনা করলাম।
এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি তাইজুল ইসলাম তাজু, যুব অধিকার পরিষদের সভাপতি বাবলু হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,ছাত্র অধিকার পরিষদের সভাপতি নুরন্নবী ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।