মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
ঘোষনা
বৈধ পথে বিদেশগমনে বিশ্বস্ত সহযাত্রী ‘ওয়ার্ল্ডওয়াইড ইমিগ্রেশন কনসালটেন্সি’ শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগন মিষ্টি বিতরণ করেছে-নলডাঙ্গায় দুলু চুয়াডাঙ্গা জেলা তিতুদহে জামায়াতের পথসভায় রুহুল সোনারগাঁয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর গণসংযোগ চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মোঃ কামাল হোসেন মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের গণজোয়ার চাঁদপুরে লায়ন হারুনুর রশিদের নির্বাচনী প্রচারণা জোরদার ‘বিএনপিই জনগণের দল, ধানের শীষে ভোট দিয়ে অপূর্ণতা পূর্ণ করুন’ গোমতী নদীর প্রান ফিরিয়ে আনতে পুনরুদ্ধারে যান্ত্রিক অভিযানের উদ্বোধন: মুরাদনগরে হারভেস্টার মেশিনে কচুরিপানা পরিষ্কার নীলফামারী জলঢাকায় এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা নেছারাবাদে ৭২ নং উত্তর ব্যাসকাঠী সঃ প্রাঃ বিঃ শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত। ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে তিন নারী সদস্য বিএনপিতে যোগদান উখিয়া বিদ্যুতায়িত ফাঁদে বন্যহাতি নিহত, ধান চাষি লাপাত্তা। ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ আসলাম হোসেনের ৩৭তম শাহাদাত বার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: শোকসন্তপ্ত পরিবারে আমিনুল হক, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি কক্সবাজারে বিএনপির আইসিটি উইংয়ের দায়িত্ব পেলেন হৃদয়। আখাউড়ায় যুবলীগ নেতা ও সাংবাদিক শাহাবুদ্দিন গ্রেফতার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ কাশিমপুরে অটো ভ্যানের ধাক্কায় এক যাত্রী আহত । দুর্গাপুরে সরকারি সার পাচারকালে জনতার হাতে আটক ব্যবসায়ী, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মাধবপুরে বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার !

চাঁদপুরে লায়ন হারুনুর রশিদের নির্বাচনী প্রচারণা জোরদার ‘বিএনপিই জনগণের দল, ধানের শীষে ভোট দিয়ে অপূর্ণতা পূর্ণ করুন’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ (চাঁদপুর) :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ মাঠে নেমেছেন ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে। নির্বাচনী সমর্থন সুসংহত করতে তিনি উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেলে কবি রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল হোসেন ভূঁইয়া।

সভামঞ্চে দাঁড়িয়ে লায়ন হারুনুর রশিদ আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো নিকটজন। মোট কথা— আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই।”

২০০৮ সালের নির্বাচন স্মরণ করে তিনি বলেন, “স্বল্প সময়ে সুযোগ পাওয়ার পরেও আপনারা ধানের শীষের বিজয় নিশ্চিত করে চাঁদপুর-৪ আসনটি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছিলেন।”

কিন্তু বিগত নির্বাচনগুলোর বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পারেননি। সেই অপমানের জবাব দিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে অপূর্ণতা পূর্ণ করবেন।”

ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনায় তিনি বলেন, “কেন ধানের শীষে ভোট দেবেন? কারণ একটাই— বিএনপিই এই দেশের সাধারণ মানুষের দল। এই দলই মানুষের কথা ভাবে, দেশের জন্য কাজ করতে চায়।”

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি উল্লেখ করেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছিলেন। আমরা তাঁর সেই আদর্শেই বিশ্বাসী।”

বক্তব্যের শেষাংশে তিনি নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বলেন, “বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শক্তিশালী করতে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিন। এটাই হবে জনগণের অধিকার আদায়ের প্রথম পদক্ষেপ।”

সভাস্থলে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে পুরো মাঠ প্রকম্পিত করে তোলেন। প্রচারণার এই ধারাবাহিকতা নির্বাচনের আগের দিনগুলোতে আরও তীব্র হবে বলে জানান স্থানীয় বিএনপির নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991