
নিজস্ব প্রতিবেদক:
আমিনের ঘোষণা: “ভয়ের রাজনীতি নয়, সেবাই হবে আমাদের মূল শক্তি” চুয়াডাঙ্গা–২ আসনের তিতুদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ও জনসম্পৃক্ত পথসভা। সন্ধ্যার আলো–আঁধারিতে অনুষ্ঠিত এ পথসভায় এলাকাবাসী, যুবসমাজ, নারী ভোটারসহ নানা শ্রেণি–পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জমিয়ে তোলে পুরো অনুষ্ঠানস্থল।
পথসভা ঘিরে তিতুদহ এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে সভাস্থলে। বক্তারা জনতার সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং বিভিন্ন স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে মতবিনিময় করেন।
চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী রুহুল আমিন তার বক্তব্যে বলেন— “আমরা রাজনীতির কালচার পরিবর্তন করতে চাই। ভয়ের রাজনীতি নয়, মানুষের অধিকার, ন্যায়বিচার ও সেবাই আমাদের মূল লক্ষ্য।”
“জনগণের ভোটাধিকার রক্ষা, উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষ নিরাপদে মত প্রকাশ ও অধিকার ভোগ করতে পারবে।”
তিনি তিতুদহের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। রুহুল আমিন বলেন, “সৎ নেতৃত্ব, দায়িত্বশীল আচরণ ও জনগণের অংশগ্রহণের মাধ্যমেই পরিবর্তন আসবে।”
সভায় উপস্থিত অনেকে জানান, দীর্ঘদিনের অনুন্নয়ন, সেবার বঞ্চনা এবং ন্যায্য নেতৃত্বের অভাব দূর করতে তারা পরিবর্তনের স্লোগানে আস্থা রাখছেন। স্থানীয় নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য; তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সুষম উন্নয়ন ও নিরাপদ সমাজগঠনে প্রকৃত নেতৃত্ব কাজ করবে।
অনুষ্ঠান শেষে রুহুল আমিন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, অভিযোগ–অনুযোগ শোনেন এবং ভবিষ্যতে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।