
সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মান্দা উপজেলার ১৩নং কশব ইউনিয়নের কশব কচুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
অগ্নিকাণ্ডে গ্রামের আব্দুল লতিফ প্রামাণিকের বাড়ি মুহূর্তের মধ্যেই পুড়ে যায়। এ সময় তাঁর পরিবারের সদস্য মোছাঃ ফাতেমা (৫৫), মোছাঃ শিরিনা (৩০), মোছাঃ মরিয়ন (১২) ও মোছাঃ মমি (৪) কোনোভাবে প্রাণে রক্ষা পেলেও ঘর থেকে কিছুই বের করতে পারেননি। ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক মানবিক সংগঠন প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে দুই বান ঢেউ টিনসহ শুকনো খাবার প্রদান করেন।
সংগঠনটির প্রতিনিধি জানান, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়াই। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছি। এই পরিবারটির ঘর পুনর্নির্মাণেও আমরা সহযোগিতা অব্যাহত রাখবো।”
সহায়তা বিতরণকালে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।