
মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি গাজীপুর।
গাজীপুর জেলার কাশিমপুর থানার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে মহানগরীর জরুন এলাকায় বাসা বাড়ি কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, সন্ধ্যায় রুমেল পাঠান এর টিনসেড কলোনির কোন এক রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধি বাড়ার সাথে সাথে মুহুর্তের মধ্যে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। পরবর্তীতে আরো দুটি ফায়ার সার্ভিসের ইউনিট যুক্ত হয।
বাড়ির মালিকের মাধ্যমে জানা যায়, টিনসেডের একটি কলোনির প্রায় শতাধিক রুম সব গুলো পুড়ে ছাই হয়ে গেছে। কোন রুমের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।
সবচেয়ে ব্যাপক ক্ষতি হয়েছে ভাড়াটিয়াদের। ভাড়াটিয়ার আর যারা রয়েছেন তারা বলছেন বেতনের টাকা সহ ঘরের কোন আসবাবপত্র বের করতে পারেনি নিমিষেই আমাদের সব সর্বনাশ হয়ে গেছে। আমরা এখন কি করবো কি খাব কোথায় থাকবো কান্না কন্ঠে এক ভাড়া দিয়ে বলছেন।
ফায়ার সার্ভিস এর মাধ্যমে জানা যায়, প্রথমে আমরা দুই তিন মিনিট কাজ করছি পরে আরো দুটি ইউনিয়নের যুক্ত হয় তবে আগুন নিভানো নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং কোন হতাহত হয়েছেন কিনা সেটা খতিয়ে দেখে পড়ে জানানো হবে।
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।