
রিপন শান #
ভোলা প্রেসক্লাবে দৈনিক প্রথম আলোর ২৭ বছর পূর্তির জমজমাট অনুষ্ঠানের পর , ভোলা নতুন বাজারের একটি
টি-শপে এক প্রাণবন্ত চায়ের আড্ডায় মিলিত হয় ভোলা জেলার কবিরা ।
এসময় একটি করে কবিতা পাঠ , উন্মুক্ত আলোচনা এবং প্রাণখোলা আড্ডায় মেতে ওঠে ভোলার কবিরা । কবিতা পাঠ করেন- জলসিঁড়ি সাহিত্য আসরের আহ্বায়ক শিশুসাহিত্যিক শাহাব উদ্দিন শামীম, জাতীয় কবিতা পরিষদ ভোলার সহ-সভাপতি কবি মিলি বসাক, সহ-সভাপতি কবি কামাল হোসেন শাহীন, সাধারণ সম্পাদক কবি রিপন শান , সি. যুগ্ম সাধারণ সম্পাদক ও জলসিঁড়ি সাহিত্য আসরের নির্বাহী সদস্য কবি আল মনির , জলসিঁড়ি সাহিত্য আসরের সংগঠক ও জাতীয় কবিতা পরিষদ ভোলার সাংগঠনিক সম্পাদক কবি নীহার মোশারফ, কবি সীমান্ত হেলাল প্রমুখ ।