রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
ঘোষনা
দীর্ঘ ৩ বছর পর দেশে ফিরলেন মাছিহাতা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইয়ামিন রুবেল: স্টেশনে নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনা জোট–নোট বুঝি না, গলাচিপা–দশমিনা থেকে বিএনপি নির্বাচন করবে — হাসান মামুন জীবননগরে কৃষক সমাবেশে জনতার ঢল ৩৫ বছর চাকরি শেষে অবসরে কৃতিস দাস—জন্মস্থান বিতর্কে নতুন প্রশ্ন চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চাঁদপুর-৪ আসনে লায়ন হারুনুর রশিদের সমর্থনে সুবিদপুরে বিশাল উঠান বৈঠক ঝিনাইদহের শৈলকুপা আসনে এনসিপির মনোনয়ন প্রার্থী এ্যাড, লাবাবুল বাশারের মতবিনিময় সভা ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিনে কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান ঝিনাইদহ রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত, পাবনায় অটোরিকশার ধাক্কায় আহত মেছো বাঘ, পল্লবীতে আমিনুল হকের সমর্থনে বিএনপির গণমিছিল মনপুরায় সফরে ভোলা জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিজয়নগরে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার মাদক কারবারী গ্রেফতার গুড়া শেরপুর ধানক্ষেতে বৃদ্ধার লাশ নিখোঁজের দু’দিন পর বাংলাদেশ জামায়েত ইসলামি ৯ নং সুটিয়াকাঠি ইউনিয়নের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। ২৪ ঘণ্টার মধ্যেই ফের ভূমিকম্পে কাঁপলো গাজীপুর নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের নির্বাচন ১২ ডিসেম্বর, তফসিল ঘোষণা সারা দেশে ৪ সেকেন্ডের ভূমিকম্প: হালকা কম্পনে জনমনে উদ্বেগ, ক্ষয়ক্ষতির খবর নেই মনপুরায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা চুয়াডাঙ্গা-২ আসনে এমপি পদপ্রার্থী রুহুল আমিন

জোট–নোট বুঝি না, গলাচিপা–দশমিনা থেকে বিএনপি নির্বাচন করবে — হাসান মামুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েই নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় তিনি এ ঘোষণা দেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন— “আপনারা যাকে চাইবেন, তিনিই এই আসনে নির্বাচন করবেন। যদি আমাকে চান, আমি আপনাদের প্রতিনিধি হয়ে মাঠে নামবো। দল কী সিদ্ধান্ত নিল, জোট কী সিদ্ধান্ত নিল—সেসব দেখার সময় এখন শেষ। এই আসনে আমরা নির্বাচনে যাবই, ইনশাল্লাহ কেউ আমাদের থামাতে পারবে না। বিজয় আমাদের দ্বারপ্রান্তে—তা কেউ ঠেকাতে পারবে না। কোন পরগাছা, ভাড়াটে বা তথাকথিত নেতার অধীনে আমরা এই আসনে নির্বাচন করবো না। বিএনপি কাউকে বর্গা দেওয়ার জন্য এই আসন তৈরি করে দেয়নি।”

তিনি আরও বলেন— “নির্বাচন আসছে সামনে নানান জোট, নানান কাগুজে শক্তি দেখতে পাবেন। শক্তি থাকলে নিজেদের জনপ্রিয়তার ওপর ভর করে জয়ী হয়ে দেখান। জাতীয়তাবাদী দল কারও করুণায় রাজনীতি করে না; আবার অন্য কাউকে জায়গা ছেড়ে দেওয়ার জন্যও এই দল তৈরি হয়নি।”
কোন দলের নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন— “আমরা এরশাদকে দেখেছি—বগুড়ায় এক কথা, ফরিদপুরে আরেক কথা, ঢাকায় এসে অন্য কথা। মসজিদে এক কথা, মন্দিরে আরেক কথা। আমরা কাউকে তার সাথে তুলনা করতে চাই না। কিন্তু ৫ আগস্টের পর তথাকথিত এক তরুণ নেতা, যিনি আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন—তার বক্তব্য সপ্তাহে সপ্তাহে পাল্টায়। তার নীতি কোনটা? রাজনীতি কোনটা? তার চরিত্র কোনটা—এগুলো জনগণেরই বিচার করার সময় এসেছে। জাতীয়তাবাদী দল শত্রু–মিত্র চিনতে পারে। গলাচিপা–দশমিনার বিএনপি কোন হঠকারী নেতাকে অনুসরণ করে না।”

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাসির উদ্দিন মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার।

সভায় আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক ও দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, মো. আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মুনতাসীর মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম মিন্টু প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

পড়ন্ত বিকেলে বিভিন্ন দিক থেকে মিছিলের পর মিছিল আসতে থাকে। মুহূর্তেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতিটি মিছিলে একই স্লোগান শোনা যায়— “আমাদের আর কোন দাবি নাই—দাবি মোদের একটাই, হাসান মামুনকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991