
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ নিজ হাতে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা ১১০টি পরিবারের মাঝে উন্নত জাতের ফাউমি মুরগী এবং পালনের উপযোগী খাঁচা বিনামূল্যে বিতরণ করেন।
শুধু উপকরণ বিতরণই নয়, সুবিধাভোগীরা যাতে এটি থেকে সর্বোচ্চ ফল পান সেজন্য বিতরণের আগে আধুনিক পদ্ধতিতে খাঁচায় মুরগী পালন বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়। প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা সরা সরাসরি অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামশুল ইসলাম
আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মমিনুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ সাদরুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ তার বক্তব্যে বলেন,
এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা শুধু মুরগী-খাঁচা দিচ্ছি না, দিচ্ছি আত্মমর্যাদা, আয়ের একটি টেকসই উৎস এবং পরিবারের পুষ্টি নিরাপত্তার নিশ্চয়তা। প্রান্তিক এই পরিবারগুলো যখন নিজের পায়ে দাঁড়াবে, তখই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই কর্মসূচি দারিদ্র্য বিমোচন, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং বিকল্প আয়ের পথ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাভোগী পরিবারের সদস্যরা আবেগাপ্লুত কণ্ঠে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আশা প্রকাশ করেন, এই সহায়তা তাদের জীবন বদলে দেবে।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের এমন মানবিক ও বাস্তবমুখী উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।