
মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার:-
পিরোজপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উপজেলার ফেরিঘাট রোডে ধানের শীষের নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জোহর নামাজ বাদ প্রার্থী মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তার আহব্বানে সাড়া দিয়ে সাংবাদিকদের উপস্থিত হওয়ায় অভিনন্দন জানান। এ সময় বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, স্বরুপকাঠী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী কামাল, সাধারণ সম্পাদক মোঃ মইনুল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে মোঃ গোলাম মোস্তফা (আমার দেশ), মোঃ দেলোয়ার হোসেন (খবরপত্র), মোঃ আনোয়ার হোসেন (বাংলাদেশ বুলেটিন), মোঃ হাবিবুল্লাহ মিঠু (পিরোজপুরের কন্ঠ), মোঃ রুহুল আমিন (ভোরের ডাক), মোঃ আজিজুল (জনকন্ঠ), দেবাশীষ আশীষ (কালবেলা), মোঃ আবু রায়হান খোকন (রুপালী দেশ), মোঃ অরিফ বিল্লাহ (প্রতিদিনের সংবাদ), মাহমুদুল হাসান মিলন (মুক্ত খবর), মোঃ জাহিদুল ইসলাম (বাংলাদেশ সমাচার), প্রমুখ উপস্থিত ছিলেন।
আহম্মদ মনজুর সোহেল মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কেন্দ্র তার পরিবর্তে যদি অন্য কাউকে প্রার্থী ঘোষণা করে তাহলে তিনি ঐ প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবেন কি-না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র সেরকম কোন সিদ্ধান্ত নিলে অবশ্যই আমি তার পক্ষে কাজ করবো। তিনি বিচ্ছিন্ন সকল নেতা কর্মীকে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। প্রার্থীর পাশাপাশি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনও প্রার্থীর পক্ষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।