
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আলোচিত পূর্বাশা পরিবহন ডাকাতি মামলায় অবশেষে গ্রেফতার হলো মূল সন্দেহভাজনদের একজন। খয়েরহুদা গ্রামের বাসিন্দা শিবু (ছবিতে প্রদর্শিত)–কে মঙ্গলবার সকাল বেলা এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে জীবননগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ আগে জীবননগর–দামুড়হুদা সড়কে চলন্ত পূর্বাশা পরিবহনের যাত্রীদের ওপর দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ডাকাতি চালায়। ঘটনাস্থল থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট হওয়ার পর বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই পুলিশ দফায় দফায় অভিযান পরিচালনা শুরু করে এবং প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার অভিযান চালিয়ে শিবুকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত শিবুর বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ডাকাতি ঘটনার সাথে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী পুলিশ প্রশাসনের এ সফল অভিযানের প্রশংসা জানিয়েছে এবং ডাকাতি মামলার দ্রুত তদন্ত ও সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে। অপরাধ দমনে পুলিশের চলমান কঠোর অবস্থান ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমাতে সহায়ক হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।