
মো: রবিউল হাছান, স্টাফ রিপোর্টার
ঢাকা-৫ আসনের ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার আংশিক এলাকা নিয়ে গঠিত নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জনসেবায় নিবেদিত ও জনপ্রিয় নেতৃত্ব আলহাজ্ব নবী উল্লাহ নবী আগামী ২৯ নভেম্বর (শনিবার) ধানের শীষ প্রতীকের গণমিছিলের ডাক দিয়েছেন।
তিনি দলের সকল নেতা–কর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণকে শান্তিপূর্ণ গণমিছিলে অংশগ্রহণের আহ্বান জানান।
ঘোষণায় আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন।” তিনি আরও বলেন, “নবী উল্লাহ নবীর সালাম নিন, ধানের শীষে ভোট দিন।”
আয়োজকদের মতে, মিছিলটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড থেকে শুরু হয়ে সাইনবোর্ড এলাকায় গিয়ে শেষ হবে।
গণমিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে— হাজী ইব্রাহিম খলিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা (ঢাকা মহানগর দক্ষিণ) জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোঃ রুদ্র খান, মামুন খান, মাহফুজুল আলম লিটন, সাবেক ছাত্রনেতা ও সাবেক সহ-সভাপতি, যাত্রাবাড়ী থানা যুবদল মুজিবুর রহমান মধু, আখতারুল হক ডিউ এছাড়াও আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানা গেছে।
২৯ নভেম্বরের গণমিছিলে যোগ দিয়ে সফল করার জন্য আয়োজনে ঢাকা-৫ আসনের সর্বস্তরের জনগণ।