
আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করেছে। আশরাফ হোসেন (আলিম ) এর পক্ষের নেতাকর্মীরা,শুক্রবার( ২৮ নভেম্বর )বিকালে , ১নং গোমস্তাপুর ইউনিয়ন, বোয়ালিয়া ইউনিয়ন,বাংগাবাড়ি ইউনিয়ন ও রহনপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে ,এ লিফলেট বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন।
রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান মাস্টার ,সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বাবুল,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, রাধানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির,আলিনগর ইউনিয়ন বিএনপি’র কোষাধক্ষ্য সালাউদ্দিন , বিএনপি নেতা ইসাহাক আলী, বিএনপি নেতা সুজন আলী সহ যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় নেতা কর্মীরা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।