
মো: রুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া মাছিহাতা ইউনিয়নের কাছাইট পূর্ব পাড়া নাজিম বাড়িতে সাংবাদিক ইয়াসিনের পরিবারের জমি দখল করে ও বসে নেই প্রতিপক্ষ মহিলা সন্ত্রাসীরা। সাংবাদিকের বয়স্ক পিতা মাতার উপর দীর্ঘদিন যাবত একের পর এক হয়রানি,হুমকি ধামকি সহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে একই মহল্লার কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইয়াসিনের পিতা জানু মিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানু মিয়া বলেন আমার ছেলেরা জীবিকার তাগিদে এলাকার বাহিরে থাকায় তিনি ও তাঁর স্ত্রী একাই বসতবাড়িতে বসবাস করেন। এই সুযোগে একই গ্রামের বাসিন্দা মোঃ মানিক (৪৫), মোছাঃ পারভীন বেগম (৫০), মোছাঃ মঞ্জু বেগম (৪৭), মোছাঃ জনি বেগম (৩৫) ও মোছাঃ রনি বেগম (২৫) তাঁর মালিকানাধীন জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন।
গত-২৮ নভেম্বর শুক্রবার সকাল-১০টার দিকে অভিযুক্তরা তাঁর বাড়ির সামনে এসে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ধামকি এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেন বলে অভিযোগে বলা হয়েছে। তিনি বলেন,“ওরা ভূমিদস্যু চক্র।
নানা অজুহাতে আমার বাড়িতে ঝগড়া-অশান্তি সৃষ্টি করে। অনেক সময় নুংড়া ভাষায় গালমন্দ করে ঝগড়ার চেষ্টা করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমি নিয়ে বিরোধটি দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সময়ে সাংবাদিকের বাড়ির ফসলি গাছ কাটা একটি ঘর ভাংচুর লুটপাট করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হবার সম্ভাবনা রয়েছে। এতে বয়োবৃদ্ধ দম্পতি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সাংবাদিক ইয়াসিনের পরিবারের ওপর হামলার অভিযোগ একই ইউনিয়নের কাছাইট গ্রামে আরেক ঘটনায় সাংবাদিক ইয়াসিনের পরিবারের ওপর হামলা ও সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে। মৃত আবুল হোসেনের-৪ মেয়ে মঞ্জু বেগম (স্বামী আল আমিন)
ও পারভিন আক্তার (স্বামী বাবুল মিয়া,জনি,রনির বিরুদ্ধে।
শুক্রবার সকাল-১১টার দিকে সাংবাদিক ইয়াসিনের বাড়িতে প্রবেশ করে-১০ থেকে-১৫ টি ফসলি গাছ কেটে ফেলার পাশাপাশি একাধিক সাংবাদিকদের উপস্থিতিতে তাঁর পরিবারকে প্রকাশ্যে হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সরজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা জানায় ঘটনাস্থলে গাছ কাটার স্তূপ দেখা গেছে এবং পরিবারটির প্রতি হুমকি-ধমকির কথাও তারা নিশ্চিত করেছেন।
সাংবাদিক ইয়াসিনের বাবা জানু মিয়া বলেন,“আমার ছেলে বাসায় থাকে না। সকালে ওরা-৪ বোন,এক ভাই মিলে গায়ের জুড়ে আমার বাড়ির ফলন্ত গাছ কেটে ফেলে। এবং একটি দুই চালা টিনের ঘর ভাংচুর লুটপাট করেন। প্রতিবাদ করলে নারী নির্যাতন,সহ ধর্ষণ মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবে বলে হুমকি প্রদান করেন। আমি বয়স্ক মানুষ সম্মানের ভয়ে কিছু বলতে পারিনি।
উভয় ঘটনায় থানায় অভিযোগ দাখিল হয়েছে। থানা পুলিশ জানায়, বিষয়গুলো তদন্ত করে সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।