
মোঃ পারভেজ ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বুধবার সকাল ১১টায় সময় কলেজ মিলোয়াতনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন শিক্ষক, ছাত্রদল নেতাকর্মী ও কলেজের সকল শিক্ষার্থীরা।
কলেজ ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ রাজার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন,পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম ও সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইফতি জাহানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশবাসীর কামনা। তার আরোগ্য কামনায় ছাত্রদলের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আরও বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়—মানবিক, সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।