
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়—৩৬ কেজি গাঁজাসহ এক যুবদল নেতা ও প্রাইভেটকার চালককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে আখাউড়া তিতাস সেতু এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আটক দু’জনের মধ্যে একজন হলেন যুবদলের নেতা কামরুল হাসান, অন্যজন প্রাইভেটকার চালক (নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকার থেকে বড় আকারের বস্তায় মোড়ানো ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আখাউড়া থানা পুলিশ জানায়, মাদকদ্রব্যগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।