
মুহাঃ সানাউল্লাহ বেপারী সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
কুমিল্লার মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মেঘনা উপজেলার পাড়ারবন ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেঘনা উপজেলার পাড়ারবন গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২০) ও একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে আব্দুল আজিজ (২৩)।
চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মেঘনা নদীতে চলাচলকারী নৌকাসহ অন্যান্য নৌযানে চাঁদাবাজি করছিলেন দুই যুবক, এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীর মেঘনা উপজেলার পাড়াবন ব্রিজের পাশে অভিযান চালানো হয়। এতে চাঁদাবাজির সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত একটি নৌকা, একটি রামদা ও দুইটি লোহার রড জব্দ করা হয়।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীপথে নিরাপত্তা জোরদার করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।