
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় ভাই ভাই জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সংঘবদ্ধ একটি চক্র দোকানের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে স্বর্ণ–রূপার মূল্যবান গহনা লুট করে নিয়ে যায়। এ সময় দোকানের সিসিটিভি ফুটেজে চক্রের একাধিক সদস্যকে মুখ ঢেকে দোকানে তল্লাশী চালাতে দেখা যায়।
ভাই ভাই জুয়েলার্সের মালিক জানান, তার দোকান থেকে প্রায় ১৬ ভরি স্বর্ণ এবং ৮০ ভরি রূপা চুরি হয়েছে। হঠাৎ এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।
চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে শৈলকুপা জুয়েলারি সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে। জুয়েলারি ব্যবসায়ীরা জানান, একের পর এক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে চোরচক্রকে গ্রেপ্তার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন শৈলকুপা উপজেলা বিএনপির সক্রিয় নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির ফিরোজ। তদন্তের স্বার্থে দোকান মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
চুরির ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে চক্রের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ঘটনাটি এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।