বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়ার শোক প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়ার শোক প্রকাশ হরিনাকুন্ডুতে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লন্ডন প্রবাসী সাংবাদিক সোহেল সরকারের গভীর শোক দুর্নীতি ও দুঃশাসনের ঠাঁই আমার দলে হবে না” — মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মাদক ব্যবসায়ী মামুন ডিবির জালে আটক ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  খালেদা জিয়ার মৃত্যুতে জয়পুরহাটে শোকের ছায়া, কোরআন খতম বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ: ঝিনাইদহে শোকে স্তব্ধ সর্বস্তরের মানুষ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ঝটিকা অভিযান ঝিনাইদহে পরকীয়ার নেশায় অন্ধ মা! ৩ সন্তানকে রাস্তায় ফেলে প্রেমিকের হাত ধরে পলায়ন! চট্টগ্রাম আনোয়ারায় তিব্র শীতে ২ অবুঝ শিশুকে রাস্তায় রেখে পালিয়ে যায় বাবা মা। পটুয়াখালীর চারটি আসনে ২৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার। অসুস্থ বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদাকে দেখতে হিউম্যান এইডের প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শৈলকুপায় উপজেলা ও পৌর বিএনপির কালো ব্যাজ বিতরণ ও শোক পালন খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপি’র গভীর শোক গণতন্ত্রের আপসহীন নেত্রীর বিদায়ে শোকস্তব্ধ ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের গভীর সমবেদনা চট্টগ্রামে শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের গভীর রাতে কম্বল বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাবেক প্রধান মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে, পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয় হাসপাতালে মঙ্গলবার ভোর ছয়টার সময় ইন্তেকাল করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন, “আম্মা আর নেই।”

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।”

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991