
রাসেল মাহমুদ বরিশাল প্রতিনিধি
বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান। তিনি বলেন, “খালেদা জিয়াকে বাদ দিয়ে এ দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা করা কোনোভাবেই সম্ভব নয়। যখনই দেশে গণতন্ত্র সংকট পড়েছে, তখনই তিনি আপোসহীন নেতৃত্বের মাধ্যমে সম্মুখভাগে থেকে পথ দেখিয়েছেন।”
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক স্মরণসভা ও দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে তিনি আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক এবং তাকে ইতিহাস থেকে মুছে ফেলা কারও পক্ষেই সম্ভব নয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
১৩তম জাতীয় নির্বাচন: বরিশাল বিভাগে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮৬ হাজার প্রবাসী
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পরিসংখ্যান একনজরে:
মোট অনুমোদিত প্রবাসী ভোটার: ৮৬,৭১৬ জন (৬ জেলার সম্মিলিত তথ্য)।
পুরুষ ভোটার: ৬৭,৯১৫ জন।
নারী ভোটার: ১৮,৮০১ জন।
অপেক্ষমান আবেদন: আরও ৩৭৫ জনের আবেদন বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
পোস্টাল ব্যালটে যারা ভোট দিতে পারবেন:
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, শুধু প্রবাসী ভোটাররাই নন, আরও কয়েকটি বিশেষ শ্রেণির নাগরিক এই সুবিধা পাবেন:
১. বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি।
২. সরকারি চাকরিজীবী যারা কর্মস্থলের কারণে নিজ নির্বাচনী এলাকায় নেই।
৩. নির্বাচনী দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারী।
৪. কারাবন্দি ভোটারগণ।
৫. দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যরা।
নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, পোস্টাল ব্যালটের এই সুযোগ তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের অংশগ্রহণকে আরও সুসংহত করবে।
আমি কি এই প্রতিবেদনটি আরও বিস্তারিত করতে বা কোনো নির্দিষ্ট গণমাধ্যমের ফরম্যাটে (যেমন- অনলাইন নিউজ পোর্টাল বা সংবাদপত্র) সাজিয়ে দেব?