
লিমন তালুকদার জকিগঞ্জ প্রতিনিধি সিলেট:-
সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাই হাওর। প্রতি বছর ১৫ জানুয়ারি এখানে অনুষ্ঠিত হয় শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল। এটি কোনো গতানুগতিক ওরস নয়; বরং ঈমান, আমল ও আত্মশুদ্ধির এক ব্যতিক্রমধর্মী দ্বীনি সমাবেশ।
ভোরের আলো ফোটার আগেই দূর-দূরান্ত থেকে লাখো মানুষের ঢল নামে বালাই হাওরে। বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের অনেকেই ১৪ জানুয়ারি থেকেই ছাহেববাড়িতে উপস্থিত হন।
যিকর, তিলাওয়াত, দুরূদ ও দোয়ার নূরানী আবেশে ভেঙে পড়ে অহংকার, গলে যায় কঠিন হৃদয়।
আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে দিনভর চলে কুরআন ও হাদীসের খতম, খতমে খাজেগান, দালাইলুল খাইরাত পাঠ এবং সম্মিলিত মুনাজাত।
জোহর থেকে আসর, মাগরিব থেকে ফজর,প্রতিটি ওয়াক্তের নামাজেই সৃষ্টি হয় মুসল্লিদের জনসমুদ্র।
মাগরিবের পর বড় ছাহেব আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাঁচ তরিকার যিকর ও তাওবাহ-বাইয়াত অনুষ্ঠিত হলে পুরো হাওর প্রান্তর এক আত্মিক আবেশে আচ্ছন্ন হয়ে পড়ে।
পাপ থেকে পুণ্যের পথে ফেরার শপথ, ঈমান, আখলাক ও আমলের দীক্ষা এই মাহফিল মানুষের জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা জোগায়।
এই মাহফিলে নেই কৃত্রিমতা, নেই বাড়াবাড়ি। আছে শুধু যিকর, নসিহত ও নবীপ্রেমে ভরপুর এক স্বচ্ছ দ্বীনি পরিবেশ। তাই ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল হয়ে উঠেছে মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত।
আগামী ১৫ জানুয়ারি২০২৬ আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল সফল করতে ইতোমধ্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও থাকবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সেবায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনায় প্রতিবারের মতো এবারও বালাই হাওরে ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের।