
মোঃ রহিম শিকদার কলাপাড়া উপজেলা প্রতিনিধি পটুয়াখালী:-
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উপকূলের দুই কৃতি সন্তান, মোঃ বনি আমিন সিফাত ও নাজমুল ইসলাম। তাঁর এই নির্বাচনকে সংগঠনটির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও ছাত্র নেতারা।
সম্প্রতি ঘোষিত ১৩৯ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নেওয়াজ খান বাপ্পি। নতুন এই কমিটি দেশের ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জুলাই বিপ্লবে রাজপথে সক্রিয় অংশগ্রহণ ও সাহসী ভূমিকায় ছিলেন এই দুই ছাত্রনেতা।তাদের নেতৃত্ব, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপই তাদেরকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় বনি আমিন সিফাত ও নাজমুল ইসলাম বলেন, “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই নতুন নেতৃত্ব দেশের ছাত্র সমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের কেন্দ্রীয় কমিটিতে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তারা আরও বলেন, “বিশেষভাবে কৃতজ্ঞ ভিপি নুরুল হক নুর ভাইয়ের প্রতি—যাঁর আদর্শ, দেশপ্রেম ও সাহসী নেতৃত্ব আমাদেরকে আরো অনুপ্রাণিত করেছে।
দায়িত্ব পালনের অঙ্গীকার জানিয়ে তারা বলেন, “আজ যে দায়িত্ব আমাদেরকে আমানত হিসেবে দেওয়া হয়েছে, তা আমরা নিষ্ঠা, সততা ও সাহসের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। সবার কাছে দোয়া কামনা করছি, যেন আল্লাহ তায়ালা আমাদের এই দায়িত্ব সঠিকভাবে পালনের তাওফিক দান করেন এবং দেশ ও ছাত্রসমাজের স্বার্থে অবিচল থাকতে সাহায্য করেন।”
নতুন কমিটির নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আগামী দিনে আরও সুসংগঠিতভাবে ছাত্রদের ন্যায্য দাবি আদায়, শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই এখন ছাত্র সমাজের।