
মো. শাহীন
স্টাফ রিপোর্টার:-
মঙ্গলবার (১২ জানুয়ারি) সীতাকুণ্ড উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তলী আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ-এর সঙ্গে এক মতবিনিময় সভা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রতন কুমার নাথ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তলী আংশিক) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নাটো বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীতাকুণ্ড উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গোপাল শাস্ত্রী। এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. আসলাম চৌধুরী বলেন,
“হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। সকল প্রকার ভেদাভেদ ও বৈষম্য ভুলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সকল মা-বোনদের একযোগে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে উন্নত বাংলাদেশ গড়তে এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।”
শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।