বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ঘোষনা
পেশাগত দায়িত্ব পালনকালে আহত সাংবাদিক আব্দুস সামাদ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা উত্তরা‌য় অবৈধ গ্যাস অনুসন্ধানে সাংবাদিকের ওপর ভয়াবহ মব হামলা বহুমুখী অপরাধের অভিযোগে অভিযুক্ত হোটেল মালিক। লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভোলা জেলার কালমা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ মিয়ার ইন্তেকাল লালমোহনে গভীর রাতে সার ও কীটনাশকের দোকানে সংঘবদ্ধ ডাকাতি, প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল গণভোটে জনসচেতনতা বাড়াতে গলাচিপায় ব্যতিক্রমী কনসার্ট উখিয়া বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ৫০ হাজার ইয়াবা উদ্ধার আসক এর সিলেট বিভাগীয় কমিটি ২০২৬ অনুমোদন যৌথবাহিনীর অভিযানে নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭। বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী লায়ন অসিত সেনের মহাপ্রয়াণ সীতাকুণ্ডে শীতলতলা কালী মন্দিরে মহাপ্রসাদ, মধ্যাহ্নভোজ ও কম্বল বিতরণ রতন কুমার নাথের উদ্যোগে মানবিক কর্মসূচি। বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই স্বামীর বাড়িতে ইউএনও ফেরদৌস আরার দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন আ.লীগ নেতা ও এনজিও প্রকল্প পরিচালক মোঃ আনিছুর রহমান চাকরি জামানতের নামে অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে; থানায় লিখিত অভিযোগ দায়ের সিসিডিবি এমএফপি দেবোত্তর শাখার উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ  জকিগঞ্জে মৃত্যুর তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন ভোটের দ্বারপ্রান্তে দেশ: ১২ ফেব্রুয়ারি কি গণতন্ত্রের রক্ষা, নাকি বিপদের ঘনঘটা? বিএমএসএফের ১৪ দফা দাবিতে সিলেটে ২ দিন ব্যাপী সমাবেশের উদ্বোধন কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাবি টিএসসিতে জাতীয় কবিতা পরিষদের ৬২তম আসর অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

রিপন শান | নিজস্ব প্রতিবেদক :–

স্বাধীনতা-ব্যবসা ও ধর্ম-ব্যবসার বিরুদ্ধে জাগ্রত কবিতার প্রত্যয়ে জাতীয় কবিতা পরিষদের নিয়মিত আসর হিসেবে ৬২তম কবিতাপাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মুনির চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবি শিমুল পারভীন ও কবি নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় মঞ্চে উপস্থিত ছিলেন— জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সহসভাপতি কবি মানব সুরত এবং আলোচক কবি ও গবেষক ইমরান মাহফুজ।

কবি শিমুল পারভীনের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সভাপতির সূচনা বক্তব্যে কবি মোহন রায়হান জানান, আগামী ১ ও ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথ থেকে উঠে আসা ‘জাতীয় কবিতা পরিষদ’ এক দশকের বেশি সময় ফ্যাসিবাদী সরকারের প্রতি নতজানু অবস্থানে চলে গিয়েছিল। কবিদের এই দলদাস ভূমিকা সময়েরই প্রতিফলন ছিল। ১৭ বছরের ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা টিকে ছিল কবিদের এই সমবেত নীরবতার কারণেই। তবে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে প্রকৃত প্রতিষ্ঠাতারা ফ্যাসিস্টমুক্ত জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠন করেন।

এরপর কবি নাহিদ হাসান আলোচক ইমরান মাহফুজের পরিচিতি তুলে ধরেন। আলোচনায় ইমরান মাহফুজ ‘কবিতায় বিপ্লব, বিপ্লবের কবিতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে বাংলা কবিতার বিপ্লবী ধারার বিবর্তন বিশ্লেষণ করেন। আলোচনায় তিনি কবি হেলাল হাফিজের অমর পংক্তি— “এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়”—এর উল্লেখ করেন।

ইমরান মাহফুজ বলেন, আল মাহমুদের ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতা স্বাধীনতাউত্তর বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করে। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা গ্রামে ফিরে এলে গ্রামবাসী বলেছিল—‘তুমি তো আমাদেরই গাঁয়ের ছেলে’। একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানের নায়কদেরও দেশবাসী নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু সেই আহ্বানের ভাষা বুঝতে না পারায় দেশ আবারও অনিশ্চিত পথে ভেসে যেতে থাকে।

তিনি আরও বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের রাজপথে সবচেয়ে বেশি উচ্চারিত দুই কবি ছিলেন— রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও মোহন রায়হান। মোহন রায়হানের ‘সাহসী মানুষ চাই’ কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই কবিতায় সমাজের ভীরু, দালাল বুদ্ধিজীবী ও সুবিধাভোগীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ফুটে উঠেছে। এটি তার রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধচিন্তার শক্তিশালী উদাহরণ।

চব্বিশের আন্দোলনে একজন কবিও কারাবন্দি হননি— এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে ইমরান মাহফুজ বলেন, “কবি কাপুরুষ হলে পৃথিবীতে নামে অন্ধকার”— মোহন রায়হানের এই পংক্তি গত দেড় দশকের লেখক ও বুদ্ধিজীবীদের ভূমিকার নগ্ন বাস্তবতা তুলে ধরে। তিনি বলেন, আমরা দীর্ঘ দেড় যুগ এক সরকারি অন্ধযুগ অতিক্রম করেছি। তবে আন্দোলনে আবারও উচ্চারিত হয়েছে— “বুকে আমার দুরন্ত ঝড়, বুক পেতেছি গুলি কর।”

সমাপনী বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, ৬৬-এর শিক্ষা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান— প্রতিটি সংগ্রামেই তিনি রাজপথে ছিলেন। কিন্তু নেতৃত্বের দুর্বলতা ও জনগণের সঙ্গে সংযোগহীনতার কারণে বারবার আন্দোলন ও বিপ্লব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জাতীয় কবিতা পরিষদের স্বাধীনতা-ব্যবসা ও ধর্ম-ব্যবসার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কবিতা ও সংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী ফাতেমা তুজ জোহরা। কবিতা আবৃত্তি করেন মেহেদী হাসান ও মাশরুর শাকিল।

স্বরচিত কবিতা পাঠ করেন— কবি মোহন রায়হান, শ্যামল জাকারিয়া, ইউসুফ রেজা, ইমরান মাহফুজ, মেহেদী হাসান, আসাদ কাজল, শিমুল পারভীন, লিলি হক, কামরুজ্জামান, ইমরোজ সোহেল, নীপা চৌধুরী, আতিকুজ্জামান খান, আতিকুল ইসলাম, সবুজ মনির, টিমুনি খান, নাহিদ হাসানসহ মোট ৮৪ জন কবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991