
মোঃ জিয়াউর রহমান | বিশেষ প্রতিনিধি, ভোলা :–
ভোলা জেলার কালমা ইউনিয়নের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য আব্দুর রশিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হঠাৎ শারীরিক অসুস্থতাবোধ করলে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে সোমবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে (১২ জানুয়ারি ২০২৬) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ইন্তেকালে কালমা ইউনিয়নসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার মরহুমের নামাজে জানাজা পলবান বাড়ির মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এলাকাবাসী মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেছেন—তিনি যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।