
মো. রুবেল মিয়া | স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চান্দুরা মাজার প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে চান্দুরা মাজার এলাকায় যাতায়াতকারীরা মাজার প্রাঙ্গণের ভেতরে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি বিজয়নগর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বিজয়নগর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, মরদেহের শরীরে কোনো দৃশ্যমান আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য
মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।