সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় আব্দুল্লাহ (৭) ফিরে পেল তার পরিবারকে তীব্র তাপপ্রবাহে মহাসড়কের বেহালদশা: ঘটতে পারে প্রাণঘাতী দূর্ঘটনা প্রচারণায় এগিয়ে রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন খান সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ শীর্ষক মতবিনিময় ধামইরহাটে নির্বাচনের মাঠে এগিয়ে আছেন আজহার আলী মন্ডল রূপনগর বেড়িবাঁধে ২টি সিসা তৈরির কারখানা চলছে হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ জীব ও বৈচিত্র শাহজাদপুরে বারো লক্ষ টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ; ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকতা কতটুকু স্বাধীন উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত- প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন

ডিআইজি হলেন পুলিশের ৩২ কর্মকর্তা ।

মোঃ শাহ সৈয়দ খাঁন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৬৯ বার পঠিত

ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক ডিআইজি তৃতীয় গ্রেডে ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার এরমধ্যে পুলিশের বিসিএস ১৮তম ব্যাচের ১৬ জন এবং ২০তম ব্যাচের ১৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।ডিআইজি হিসেবে একসঙ্গে এত বেশি সংখ্যক পদোন্নতি বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই প্রথম। আজ বুধবার ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ওই ৩২ জনকে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়।

যারা ডিআইজি হলেন: বিসিএস পুলিশের ১৮ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ডিআইজি হয়েছেন- র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক র‌্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান। পুলিশ সদরদপ্তরের রেজাউল হক, ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেন, এন্টি টেররিজম ইউনিটের মনিরুজ্জামান হাইওয়ে পুলিশের মোঃ মিজানুর রহমান, পুলিশ সদরদপ্তরের মুনিবুর রহমান, সিলেট মহানগরীর অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, রাজশাহী রেঞ্জের জয়দেব কুমার ভদ্র, পুলিশ সদরদপ্তরের কাজী জিয়া উদ্দিন, ঢাকা পিবিআইয়ের মোঃ গোলাম রউফ খান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোঃ আসাদুজ্জামান ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলম র‌্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক বিভাগের পরিচালক অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার ডিএমপির যুগ্ম কমিশনার শামীমা বেগম এন্টি টেররিজম ইউনিটের সালমা বেগম। এছাড়া ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ডিআইজি হয়েছেন- ডিএমপির যুগ্ম কমিশনার মিরাজ উদ্দিন আহমেদ বরিশালের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ রংপুর রেঞ্জের শাহ মিজান শাফিউর রহমান নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের এস, এম মোস্তাক আহমেদ। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ডিএমপির যুগ্ম কমিশনার মঈনুল হক, ডিএমপির যুগ্ম কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান, ঢাকা রেঞ্জের মো. মাহবুবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের মোঃ সাইফুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার মোঃ আনিসুর রহমান, ডিএমপির গোয়েন্দা ।ডিবি। উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। পুলিশের সদর দপ্তর সূত্রে জানা যায়, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ডিআইজি পদে পদোন্নতি হয়। এরপর গত প্রায় দেড় বছর এই পদে ।ডিআইজি। কোনো পদোন্নতি হয়নি। সর্বশেষ পদোন্নতি ২০ সালের ডিসেম্বরে।
এবার ডিআইজি পদে পদোন্নতির জন্য পুলিশ সদর দপ্তর থেকে প্রায় ১৫০ জনের একটি প্রাথমিক তালিকা পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যালোচনার পর একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। ওই তালিকা পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। মঙ্গলবার এসএসবি বৈঠকে তালিকা চূড়ান্ত হয়। যেখানে অতিরিক্ত ডিআইজি থেকে ৩২ জনকে ডিআইজি পদে পদোন্নতি চূড়ান্ত করা হয়।
সূত্রে জানায় ডিআইজি হিসেবে ১৮টি নতুন পদ সৃষ্টি হয়েছে। আগের কিছু পদ খালি ছিল। এ কারণে একসঙ্গে এতগুলো পদে পদোন্নতি হচ্ছে।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ১১ জন ২০১৯ সালের অক্টোবরে আটজন ২০১৮ সালের নভেম্বরে ১৭ জন ২০১৭ সালের অক্টোবরে ১৫ জন এবং ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১৮ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991