বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
ঘোষনা
চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ধানের শীষে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন উপলক্ষে বৈদ্যেরবাজারে যুবদলের বিজয় উৎসব ও ফুলেল শুভেচ্ছা বিনিময় চলো যায় পদ্মা বাঁচাই ,পদ্মার পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জে বি এন পি আয়োজনে বিশাল সমাবেশ ময়মনসিংহে শিয়ালের আক্রমণে নারী ও পুরুষ সহ আহত ২০ জন । পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে প্রার্থী না করায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ রিটা রহমানকে বিএনপির নমিনেশনের দাবিতে রংপুরে বিক্ষোভ হঠাৎ রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল ট্রেনের যন্ত্রাংশ , পাথরের আঘাতে আহত গেটম‍্যান ও পথচারীরা আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত সানজিদা ইসলাম তুলি: এক সাহসী বোনের আন্দোলন, এক জাতির বিবেকের জাগরণ শত বছরের পুরাতন পুকুর ভরাটে প্রশাসনের নীরবতা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আখাউড়ায় ৫৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার ঝিনাইদহ -০৪ আসনে কালীগঞ্জের মাটিতে অতিথি পাখির ঠাই নাই বললেন স্থানীয় নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার: ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু। ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা সিংগারবিল ইউনিয়নে এক আতঙ্কের নাম গ্রাম পুলিশ নার্গিস বেগম।

টানা ৭২ ঘন্টা বিশ্রামহীন প্রচেষ্টাও ঘুম বাদ দিয়ে অবশেষে শেষ হাসি হাসলেন ঢাকার নিউমার্কেট থানার এসআই রায়হান।

মোঃ রেজাউল করিম খান 
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৫০ বার পঠিত

রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
টানা ৭২ ঘন্টা বিশ্রামহীন কঠোর চেষ্টা ও ঘুম বাদ দিয়ে অবশেষে শেষ হাসি হাসলেন ঢাকার নিউমার্কেট থানার এস আই রায়হান ও সঙ্গীয় তার নেতৃত্বাধীন টিম।।ক্লু লেস চুরি মামলা ডিটেক করলেন চৌকস পুলিশ কর্মকর্তা এস আই রায়হান ও তার টীম। গত শবে বরাতের রাতে মানে ১৮/০৩/২২ রাত অনুমান ১০ টার সময় রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকার চাদনী চক মার্কেটের মদিনা ট্রেডিং এর ব্যবসায়ী জনাব মোঃ মানিক সাহেবের দোকান হতে তালা ভেঙে ২৭ লাখ ৭৫ হাহার টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এই সংক্রান্তে নিউ মার্কেট থানায় নিয়মিত চুরি মামলা রুজু হয়। মামলার তদন্ত ভার এস আই রায়হানের উপরে অর্পিত হয়।মামলা রুজু হওয়ার পর উপ পুলিশ কমিশনার (রমনা বিভাগ), সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (নিউ মার্কেট জোন),অফিসার ইনচার্জ (নিউ মার্কেট) স্যার গনের সার্বিক জো ও নির্দেশনায় আসামী গ্রেফতার ও চুরি যাওয়া টাকা উদ্ধারে তৎপর হন এস আই রায়হান ও তার টীম। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।ঢাকার বিভিন্ন স্হানে ছদ্মবেশ ধারন করে আসামি গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত রাখেন।বিভিন্ন কৌশল অবলম্বন করেন।এরই ধারাবাহিকতায় গত১১/০৫/২২ ইং এস আই রায়হান, সংগীয় অফিসার এস আই আবুল কালাম আজাদ ও ফোর্সসহ গত ৩ দিন যাবৎ টানা পরিশ্রমে ঢাকার কামরাঙ্গীর চরের ইব্রাহীম নগর বালুর মাঠ এসি মসজিদ এলাকা ও বরিশাল জেলার বাকেরগন্জ থানাধীন নিয়ামতি ইউনিয়ন হতে ২ জন আসামি গ্রেফতার করেন।গ্রেফতার কৃত আসামী১। মোঃ ইয়াকুব হোসেন(২৫) পিতা মোঃ সোহেল শিকদার মাতা সীমা বেগম সাং বাসন্ডা থানা মোকসেদ পুর জেলা গোপালগন্জ ২। সুমন (২৬) পিতা হারুন অর রশিদ সাং কৃষ্ণকাঠী থানা বাকেরগন্জ জেলা বরিশাল। গ্রেফতার কৃত আসামীদের হেফাজত হতে চুরি হওয়া টাকা হতে নগদ ৮ লাখ ৯৬ হাজার টাকা, চুরি হওয়া টাকা দিয়ে আসামী কর্তৃক ক্রয়কৃত স্বর্নলংকার ও মুল্যবান আসবাবপত্র, টিভি, ফ্রিজ,মটর সাইকেেল, দামি মোবাইল উদ্ধার করতে সক্ষম হন।উল্লেখ্য যে ২৭ লাখ ৭৫ টাকা চুরি করে নিয়ে আসমী গন চোরাই টাকা দিয়ে স্বনালংকার,মুল্যবান আসবাবপত্র,টিভি, ফ্রিজ, দামী মটর সাইকেল, দামি মোবাইল ক্রয় করে বিলাসী জীবন যাপন শুরু করেছিলো।গ্রেফতারকৃত আসামি দ্বয় বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। এগিয়ে যান এস আই রায়হান সহ তার সংগীয় টীম। শুভ কামনা রহিল আপনাদের প্রতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991