বুধবার, ০৮ মে ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

ঝিনাইদহে অনিবন্ধিত ৮ টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক সিলগালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১১৮ বার পঠিত

মোঃ বনি স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ঃ

ঝিনাইদহে অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (২৭ মে) দুপুরে শহরের আরাপপুর, টার্মিনাল, হামদহসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ঝিনাইদহ সাস্থ কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে। যেসব হাসপাতালের নিবন্ধন নেই, সেসব হাসপাতালে সিলগালা করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিবন্ধন পাওয়ার পর, সেগুলো পুনরায় চালু করা যাবে।

শুক্রবার দুপুর পর্যন্ত , ছন্দা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওমেগা প্রাইভেট হাসপাতাল, ঢাকা ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নোভেল প্রাইভেট হাসাপাতালসহ আটটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঝিনাইদহ জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, জেলায় ১৭৯টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে ২৭টি অনিবন্ধিত ও ৪৮টির নবায়ন করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991