মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
ঘোষনা
রাজশাহীর পুঠিয়া হতে ৭৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  ভালুকা মডেল থানার পুলিশ অটোরিকশা সহ দুই আসামি গ্ৰেপ্তার রংপুরে হাড়িভাঙ্গা আমে স্বপ্ন বুনছেন চাষিরা রাসিক মেয়রের সাথে রাজশাহী অনলাইন সাংবাদক ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যশোরের কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে জাহাঙ্গীরকে বহিষ্কার প্রথমবারের মতো স্টিমার সরাসরি ভিড়লো দ্বীপবন্ধু জেটিতে। ফরিদপুরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় আব্দুল্লাহ (৭) ফিরে পেল তার পরিবারকে তীব্র তাপপ্রবাহে মহাসড়কের বেহালদশা: ঘটতে পারে প্রাণঘাতী দূর্ঘটনা

গাইবান্ধা জেলায় একজন নারীর ছোঁয়ায় বদলে গেছে পিটিআই ।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১১২ বার পঠিত

গাইবান্ধার জেলা ব্যুরো প্রধানঃ

প্রাইমারি টির্সাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। পিটিআই-এর মূল কাজ হচ্ছে প্রশিক্ষণবিহীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ১৮ মাস মেয়াদি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রশিক্ষণ পরিচালনা করা, যা প্রতিটি শিক্ষকের জন্য বাধ্যতামূলক।

১৯৬৪ সালে গাইবান্ধায় টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় ৬ একর। শুরু থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে একজন সুপারিনটেনডেন্ট প্রতিষ্ঠানটির নির্বাহী পদের দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সামসিয়া আক্তার।

সামসিয়া আক্তার ২০১০ সালে সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে গাইবান্ধায় যোগদান করেন। এর আগে ২০০৬ সালে সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে তিনি নীলফামারীতে যোগদান করে চাকরি জীবন শুরু করেন। চাকরি জীবনে তিনি রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারীসহ বেশ কয়েকটি জেলায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে গাইবান্ধায় দুই মাস দায়িত্ব পালন করে চাপাইনবাবগঞ্জ জেলায় বদলি হয়ে সেখানে আট মাস অবস্থান করেন। পরে ২০১১ সালে সহকারী সুপারিনটেনডেন্ট থেকে পদোন্নতি পেয়ে সুপারিনটেনডেন্ট হয়ে পিটিআই গাইবান্ধায় চলে আসেন। সেই থেকে অধ্যাবধি তিনি পিটিআই গাইবান্ধায় সুপারিনটেনডেন্ট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি যোগদানের পর থেকেই তার নিঃস্বার্থ কর্মচাঞ্চল্যে অল্প দিনেই প্রতিষ্ঠানটির প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করে। শিক্ষক, বিভাগীয় এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় সামসিয়া আক্তার দিনে দিনে প্রশিক্ষণের গুণগত মান এবং পরিবেশগত উন্নতি করতে সক্ষম হন। পরবর্তীতে পিটিআই গাইবান্ধা সারাদেশের রোল মডেলে পরিণত হয়। তার কর্মপ্রেরণার ফলস্বরূপ প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব অর্জন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991