শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙে ১২ টি গ্রাম প্লাবিত

হেবজুল বাহার
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

১৮/০৬/২২

ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওড়া নদীর বাঁধ ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ১২ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে টানা বৃষ্টিতে সীমান্তবর্তী গ্রামগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঢলের পানিতে তলিয়ে গেছে সবজিখেত, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ।

স্থানীয়রা জানান, আখাউড়া উপজেলার হাওড়া নদী এবং স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে আশা কালন্দি খাল দিয়ে ভারতীয় পাহাড়ি ঢলের পানি হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে। এতে করে উপজেলার সীমান্তঘেঁষা দক্ষিণ ইউনিয়নের আখাউড়া-আগরতলা সড়কের দুপাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাপুর, বঙ্গেরচর, রহিমপুর ও সাহেবনগর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, উজান থেকে নেমে আসা ঢলে ১২টি গ্রাম প্লাবিত। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991