
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত ভবন থেকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে আখাউড়া পৌরসভার ভবনের পাশে অবস্থিত পরিত্যক্ত একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোছা. মর্জিনা বেগম (৪৫)। তিনি পৌরসভার দেবগ্রাম এলাকার মো. ইসমাইল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গলায় তার পড়নের কাপড় পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।