
মোঃ রাশেদ আল শাহরিয়া (স্টাফ রিপোর্টার):
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৩টায় আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসলিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জননেতা নাসির উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন আবুল মুনসুর মিশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব খন্দকার মোঃ বিল্লাল হোসেন। বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিনটি জাতীয় ঐক্য, বিপ্লব ও সংহতির প্রতীক। তাঁরা বিএনপির সকল অংশ ও নেতৃত্বকে একই ছায়াতলে এসে জাতীয় ঐক্যের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা দেশপ্রেম, গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।