মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
ঘোষনা
আনোয়ারা চাতুরী চৌমুহনীতে পুলিশ ও ট্রাফিক প্রশাসনের যৌথ উদ্যােগে যানজট মুক্ত অভিযান পরিচালিত। রূপনগরে পুলিশের ‘অ্যাকশন’! ওসি মোরশেদ ও এসি জাহিদ-এর জালে কুখ্যাত শয়তানের নিঃশ্বাস তানিয়া আটক আখাউড়ায় সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত: আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির দিকনির্দেশনা আশুগঞ্জে পুলিশের অভিযানে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার: দুই মাদক কারবারী গ্রেফতার চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযান এ ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার। বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক ধামরাইয়ে প্রতারণার নাটক: পাঁচ স্বামী পেরিয়ে ষষ্ঠ স্বামীকেও সর্বস্বান্ত করলেন ‘চতুর নারী’ আমেনা বেগম!

আখাউড়ায় সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত: আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির দিকনির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

জাহাঙ্গীর আলম ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১১ নভেম্বর ২০২৫: আখাউড়া থানায় আজ সোমবার সকালে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে সভাপতিত্ব করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ছমিউদ্দিন। এ সময় থানার অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্যারেডে আখাউড়া পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদারদের উপস্থিতি নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী চৌকিদার ও দফাদারদের পুলিশি কার্যক্রমে সহযোগিতা এবং নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ওসি মোঃ ছমিউদ্দিন। তিনি বলেন, “চৌকিদাররা মাঠপর্যায়ে জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন। আপনারা জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন, যাতে এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা যায়।” ওসি আরও বলেন, থানার আওতাধীন এলাকায় যদি কোথাও চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, জুয়া বা মাদক সংক্রান্ত কোনো কর্মকাণ্ড ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দফাদার ও চৌকিদারদের তা থানায় জানাতে হবে। এতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তিনি উপস্থিত চৌকিদার ও দফাদারদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, “আপনাদের তথ্যই অনেক সময় বড় অপরাধ দমন ও আসামি গ্রেফতারের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়।” এছাড়া, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে পুলিশের সহায়তা করার নির্দেশনাও দেওয়া হয়। প্যারেডে অংশ নেওয়া চৌকিদাররা ওসির বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, “পুলিশ একা নয়—জনগণের সহযোগিতাই প্রকৃত শক্তি। জনগণের সঙ্গে চৌকিদারদের সরাসরি যোগাযোগ থাকায় আপনাদের মাধ্যমেই আমরা অনেক তথ্য পাই। তাই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন।” অবশেষে ওসি সকল চৌকিদার ও দফাদারদের নিয়মিতভাবে প্যারেডে অংশগ্রহণ, দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991