
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার টানেল মোড় ও চাতরী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কালাবিবি দিঘির মোড়ের **‘তাকওয়া রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস’**কে ২০ হাজার টাকা এবং চাতরী চৌমুহনীর **‘রাজমোহল রেস্টুরেন্ট’**কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।