
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি:
আজ মঙ্গলবার ১১ই নভেম্বর ২০২৫ইং তারিখ আনোয়ারা থানা পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও চাতুরী চৌহমুনী বাজারের ব্যবসায়ী সমিতি, KEPZ কর্তৃপক্ষ এবং রোড,স এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের সহায়তায় চাতুরী চৌমুহনী বাজারে ট্রাফিক জ্যাম, রিক্সা, বাস ও মাইক্রো স্ট্যান্ড শৃঙ্খলায় আনয়ন এবং ময়লা আবর্জনা স্তুপ অপসারণের লক্ষ্যে “পরিস্কার পরিচ্ছন্নতা” কর্মসূচী পালিতহয়। উক্ত কর্মসূচী সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত কর্মসূচিতে সহকারী পুলিশ সুপার, আনোয়ারা থানার সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ সহ আনোয়ারা থানায় কর্মরত অফিসার ও ফোর্স অংশগ্রহন করেন। থানা পুলিশের এইরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জনসাধারণ আশাবাদী। সর্বস্তরের জনগণ পুলিশ কে ধন্যবাদ জানান।