
মো:রুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আট কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ঠিকানা।১/মো:আজমল(২৯)পিতা-মো: আনোয়ার হোসেন মাতা-আকলিমা বেগম সাং-খোলামোড়া মডেল (টাইলস মসজিদ থানা – কেরানীগঞ্জ /জেলা- ঢাকা /২আবিদ কামরান(২৯)পিতা -মৃত আলী হোসেন আনসারী/মাতা- আকলিমা আনসারী সাং- বাসা নং -২৩, রোড নং -০৬,সেকশন -১২ ব্লক -ই থানা -পল্লবী জেলা – ঢাকা, ডিএমপি।
আজ ২৪/১১/২০২৫ খ্রি. দুপুর ১২:০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন আশুগঞ্জ থানাধীন চরচারতলা এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ০৮(আট) কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি লাল রংয়ের Yamaha মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।চরচারতলা এলাকাবাসী বলেন দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদক ব্যবসা করে যাচ্ছে, গোপন সূত্রে জানা যায় এদের সাথে বড় মাপের মাদক ব্যবসায়িক রয়েছে, যারা ধরাছোঁয়ার বাহিরে থাকে, এলাকাবাসী দাবি এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে গ্রামবাসী।
আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মাদক মামলা রুজু হয়েছে।