
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার এবং এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম টোলপ্লাজার সামনে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিরেন্দ্র পাল (৩৪) নামে এক মাদককারবারিকে তার হেফাজত থেকে বিদেশি মদসহ আটক করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া মদ বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতের পরিচয়:
নিরেন্দ্র পাল (৩৪),পিতা: হিরেন্দ্র পাল, মাতা: মৃত সন্ধ্যা রাণী পাল, সাং—বদরপুর, থানা—জামালগঞ্জ, জেলা—সুনামগঞ্জ।
ঘটনার পর আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।