অদ্য ইং ১৩/০৪/২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান অত্র ইন্ডাস্ট্রিয়াল এলাকার ভালুকা থানাধীন ,তাফরিদ কটন মিলস লিঃ, সরেজমিনে পরিদর্শন করেন। এসময় আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে কারখানার মালিক পক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্তে খোঁজখবর নেন। শ্রমিকদের অভ্যন্তরীণ কোন প্রকার অসন্তোষ বা ক্ষোভ আছে কিনা সেটা জানার চেষ্টা করেন। শ্রমিকদের বেতন-ভাতা সম্পর্কিত কোন সমস্যা থাকলে তা অবগত করার অনুরোধ করেন।
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে পুলিশ সুপার শ্রমিকদের বেতন-বোনাসসহ ন্যায্য পাওনা সময়মতো পরিশোধ করতে অনুরোধ করেন। পরবর্তীতে তিনি সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ও কারখানা কর্তৃপক্ষকে নিরাপত্তা সংক্রান্ত সার্বিক বিষয়ে পরামর্শ দেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ ইউনিট অত্র শিল্প এলাকার যে কোন সমস্যা সমাধানে শিল্পকারখানার পাশে আছে ও থাকবে বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উক্ত শিল্প কারখানার মালিক প্রতিনিধি, ম্যানেজমেন্ট কর্মকর্তা বৃন্দ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ ইউনিটের সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।