
মোঃ জাফর আলম উখিয়া উপজেলা প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি-হরিণমারা এলাকায় বিদ্যুতায়িত ফাঁদে একটি বন্যহাতি নিহত হয়েছে। সোমবার রাতে ধানক্ষেত রক্ষার নাম করে কৃষক শামসুল আলম বেআইনিভাবে বিদ্যুতায়িত তার পেতেছিলেন।
রাতে খাবারের সন্ধানে এসে হাতিটি ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে বন বিভাগ ঘটনাস্থলে যায়, তবে অভিযুক্ত শামসুল আলম পালিয়ে যান। হাতিটির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন পাওয়া গেছে। বন বিভাগ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি স্পষ্ট অপরাধ এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে মামলা নেওয়া হবে।
স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, ঘুষের বিনিময়ে বনাঞ্চলে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন কিছু পল্লী বিদ্যুৎ কর্মচারী। চলতি বছরে উখিয়ায় এটি তৃতীয় বন্যহাতি হত্যার ঘটনা।