শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
ঘোষনা
“পুলিশের ওপর হামলা মামলার আসামি ইসলামি আন্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম শাখার এক নেতা। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে দিনভর বিক্ষোভ করে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশের’ নেতাকর্মীরা আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই – আমিনুল হক বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসে উত্তাল এলাকা: বৈধ বালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন ষড়যন্ত্রের শিকার রংপুরে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশে ঘোষণা দাবি না মানলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি উত্তরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢলে তিস্তায় পানি বাড়ছে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন সম্পন্ন মিরপুর থানা কৃষক দলের গণসংযোগ ও বিশাল মিছিল ঢাকা ১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন ঝিনাইদহের কোটচাঁপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দিনব্যাপী কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান ২১ দফা দাবিতে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে পানিতে ডুবে জন্নাতুল নুর নামের দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা

কসবায় দেশের সব চেয়ে বড় আশ্রয়ন প্রকল্প নির্মানাধীন

হেবজুল বাহার
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া কসবায় হচ্ছে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পকসবা উপজেলার মনকাশাইর এলাকার আশ্রয়ণ-২ প্রকল্পে ১২ দশমিক ৩৫ একর জায়গায় লাল-সবুজ রঙের ৪০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে একসঙ্গে কাজ করছেন ৩ শ’ শ্রমিক। প্রতিটি ঘর দুই শতাংশ জমির উপর নির্মিত। গ্রামীণ পরিবেশের এই জায়গায় ঘরের পাশাপাশি আরো রয়েছে বিদ্যালয়, মসজিদ, খেলার মাঠ, পুকুর, মন্দির, বাজার ও কবরস্থান। সামাজিক সুবিধার যা যা প্রয়োজন সবই এখানে রাখা হয়েছে। তাই এক জায়গায় মিলবে সব সুবিধা। এটিই দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প, যেখানে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ হাজার।

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত দেশের সবচেয়ে বড় এই আশ্রয়ণ প্রকল্পের নির্মাণে ব্যয় হচ্ছে ১০ কোটি ৩৮ লাখ টাকা। আগামী জুলাই মাসের মধ্যে প্রকল্পের শেষ হবে এবং ভূমিহীনদের ঘরে তোলা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রকল্পের উদ্বোধন করবেন।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর মৌজায় দেশের অন্যতম বৃহৎ আশ্রয়ণ প্রকল্পের আওতায় একসঙ্গে ৪০০ ঘর নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ১২ দশমিক ৩৫ একর খাস ভূমিতে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতেই চলছে। প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ‌্যে শেষ হয়েছে। প্রতিটি পরিবার পাবে দুই শতক ভূমি ও একটি আধা পাকা ঘর। সেখানে একটি বারান্দা, দুটি শোবার কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার রয়েছে। প্রতি ১০ পরিবারের জন্য একটি নলকূপের পাশাপাশি বিদ্যুতের সুবিধা রয়েছে। মহাসড়কের পাশে হওয়ায় প্রকল্পের একাধিক রাস্তাও তৈরি করা হচ্ছে।

জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের ভেতরে গৃহ ছাড়াও পাঁচ হাজার ৯৬৪ বর্গফুট জায়গায় পুকুর, ৩ হাজার বর্গফুট জায়গায় মন্দির, ৬ হাজার ৪৮৫ বর্গফুট জায়গায় খেলার মাঠ, ৩ হাজার ৪৫ বর্গফুট জায়গায় মসজিদ ও ৩ হাজার ৪৯৪ বর্গফুট জায়গায় বিদ্যালয় নির্মাণ করা হবে। ৪০০ গৃহের মধ্যে ৫০টি ঘরে লাল রঙ এবং ৩৫০টি ঘরে সবুজ রঙের টিনা লাগানো হবে। রাস্তা ও নালা নির্মাণসহ বনায়নের ব‌্যবস্থাও রয়েছে।

এদিকে শনিবার (৯ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া পরিদর্শনে আসেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এই আশ্রয়ণে যারা থাকবে তাদের বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তাদের জন্য সরকারি ঋণ সুবিধার ব্যবস্থাও করা হবে।

এ ছাড়াও তিনি কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের বৃহৎ প্রকল্প হওয়ায় এর মান ধরে রাখতে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

পরিদর্শনকালে সচিবের সাথে উপস্থিত ছিলেন মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991