
মোঃ মমিনুল ইসলাম কাশিমপুর প্রতিনিধি গাজীপুর
গাজীপুর মহানগরের কাশিমপুর কোনাবাড়ীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আতঙ্কে নগরবাসী রাস্তায় নেমে এসেছে। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে।
জানা যায় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ । ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে । স্থায়িত্ব ছিল ৪-৫ সেকেন্ড।
তথ্যসূত্রে জানা যায় কাশিমপুর কোনাবাড়ি এলাকার কোথাও কোন হাতাহাতের ঘটনা জানা যায়নি।
মানিক মন্ডল নামে এক দোকানদার বলেন, দোকানঘর কাঁপতে ছিল। তড়িঘড়ি করে আমরা রাস্তায় নেমে আসি। বেশিক্ষণ থাকলে হতাহতের সম্ভাবনা রয়ে গিয়েছিল।
বাসিন্দাদের একজন বলেন, বাসায় বসে আছি। হঠাৎ দেখি বাসায় কাঁপনের সৃষ্টি হচ্ছে। দিগ্বিদিক চিন্তা না করে দ্রুত বাসা থেকে নেমে রাস্তায় আসি। তড়িঘড়ি নামতে গিয়ে কেউ কেউ হোঁচট খেয়েছে। তবে দুর্ঘটনা বা ক্ষতিগ্রস্ত কেউ হয়নি।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে ,দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ভবন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিছু দালান হেলে পড়েছে। অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে । কোথাও কোথাও হতাহতের ঘটনা ঘটেছে।
নগরবাসীরা ভূমিকম্প মোকাবেলা করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি এবং উন্নত সরঞ্জামাদি সহ অন্যান্য বিষয়ে সরকারের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন।