মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
ঘোষনা
রূপনগরে পুলিশের ‘অ্যাকশন’! ওসি মোরশেদ ও এসি জাহিদ-এর জালে কুখ্যাত শয়তানের নিঃশ্বাস তানিয়া আটক আখাউড়ায় সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত: আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির দিকনির্দেশনা আশুগঞ্জে পুলিশের অভিযানে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার: দুই মাদক কারবারী গ্রেফতার চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযান এ ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার। বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক ধামরাইয়ে প্রতারণার নাটক: পাঁচ স্বামী পেরিয়ে ষষ্ঠ স্বামীকেও সর্বস্বান্ত করলেন ‘চতুর নারী’ আমেনা বেগম! জলঢাকায় জামায়াতের স্মরণকালের বৃহত্তম মোটর সাইকেল শোভাযাত্রা।

কেএমপি ডিবি’র অভিযানে আন্তজেলা চোর চক্রের সক্রিয় ০৩ (তিন) সদস্য আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

 

আবু বকার সিদ্দীক হিরা (খুলনা ব্যুরো প্রধান):   কেএমপি ডিবি’র অভিযানে ০১ (এক) জোড়া স্বর্ণের কানের দুল, ০১ (এক) টি স্বর্ণের চেইন, ০১ (এক) টি স্বর্ণের বালা, ০১ (এক) টি স্বর্ণের বালা (কাটা অংশ), ০১ (এক) টি স্বর্ণের আংটি, ০১ (এক) টি Wernch (রেঞ্চ) (ঘরের তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত) এবং নগদ ৮,০০০/- (আট হাজার) টাকাসহ আন্তজেলা চোর চক্রের সক্রিয় ০৩ (তিন) সদস্য গ্রেফতারঃ

খুলনা মহানগর পুলিশ সব সময় অস্ত্রধারী সন্ত্রাসী, জঙ্গী, মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত ও ভূমিদস্যুসহ সকল অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশী অভিযান পরিচালনা করে আসছে। গত কয়েক মাসে খুলনা মহানগর পুলিশ বিপুল পরিমান মাদকদ্রব্য, বেশ কিছু অস্ত্র এবং এ সংক্রান্তে অপরাধীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এরই ধারাবাহিকতায় গত ২০/০২/২০২৪ খ্রিঃ রাত্রে হরিণটানা থানাধীন জয়-বাংলা মোড় সংলগ্ন শিকদার আবাসিক এলাকার জনৈক আবুল কামাল আজাদ সাহেবের বাড়ির ২য় তলার দক্ষিনের ফ্লাটের শয়নকক্ষ হতে স্বর্ণের কানের দুল, স্বর্ণের বালা, স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন এবং নগদ টাকা চুরি হয়। এ সংক্রান্তে মোঃ জাহিদ হাসান (৩০), পিতা-মোঃ মন্টু সরদার, সাং- চাঁদখালী বিষ্ণুপুর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা এ/পি সাং-জয়বাংলা মোড় শিকদার আবাসিক এলাকার জনৈক আবুল কামাল আজাদ সাহেবের বাড়ির ভাড়াটিয়া থানা-হরিণটানা জেলা-খুলনা বাদী হয়ে এজাহার দায়ের করলে হরিণটানা থানার মামলা নং-১১, তারিখ-২৮/০২/২০২৪ খ্রিঃ, ধারাঃ ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটি গোয়েন্দা বিভাগ, কেএমপি, খুলনাকে তদন্তের জন্য নির্দেশনা দেওয়া যায়। সেই প্রেক্ষিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি চৌকশ টিম গত ২৯/০২/২০২৪ খ্রিঃ তারিখে খালিশপুর থানা এলাকা হতে ০১) মোঃ শফিকুল ইসলাম(৩০), পিতা-আব্দুল কাদের হাওলাদার, মাতা-সাফিয়া বেগম, সাং-বাস্তুহারা ১৩ নং রোড, থানা-খালিশপুর, মহানগর খুলনা, ০২) মোঃ ইসলাম হোসেন @ ইসমাইল (২৭), পিতা-মোঃ কালাম হোসেন, মাতা-দুলিয়া বেগম, সাং-কাস্টম মোড়, কালিবাড়ি, পুলিশ ফাঁড়ি, ফজলা বস্তি, থানা-খালিশপুর, মহানগর খুলনা এবং ০৩) ইমন হাওলাদার (২৮), পিতা-মোঃ ইউসুফ, মাতা-কাজল বেগম, সাং-আলমনগর (ইনতাজ মিয়ার বাড়ি ভাড়াটিয়া), থানা-খালিশপুর, মহানগর খুলনাদের’কে সূত্রোক্ত মামলায় চুরি যাওয়া ০১ (এক) জোড়া স্বর্ণের কানের দুল, ০১ (এক) টি স্বর্ণের চেইন, ০১ টি স্বর্ণের বালা, ০১টি স্বর্ণের বালা (কাটা অংশ), ০১টি স্বর্ণের আংটি, ০১ (এক) টি সেলাই রেঞ্জ (যাহা তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত) এবং নগদ ৮,০০০/- (আট হাজার) টাকা সহ গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত উক্ত চোর চক্রটি খুলনা শহরে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বাসা-বাড়িতে চুরি করে আসছিল। গ্রেফতারকৃত ০২ নাম্বার আসামি মোঃ ইসলাম হোসেন @ ইসমাইল (২৭) এর বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টি চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃত ০৩ নাম্বার আসামি ইমন হাওলাদার (২৮) এর বিরুদ্ধে ইতোপূর্বে ০৫ চুরির মামলা ও ০২ টি মাদকের মামলা সহ মোট ০৭ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ০১ নাম্বার আসামি মোঃ শফিকুল ইসলাম (৩০) চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991