
মোঃ রুবেল মিয়া স্টাফ রিপোর্টর ব্রাহ্মণবাড়িয়া:-
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম অবিসংবাদিত নেতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি অকৃত্রিম সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই বিদায়ে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এক আনুষ্ঠানিক শোকবার্তায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ জানে আলম রনি এবং সাধারণ সম্পাদক আল সাইদ রুবেল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর এই চিরবিদায়ের শূন্যতা কাটিয়ে উঠতে শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।”
সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকেও মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।