খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মো. আবু বক্কার সিদ্দিক (৪৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রতনপুর সাগরদী রোড এলাকায় ইউনুছ ফকিরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। জানা যায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু বক্কারকে সন্দেহভাজন হিসেবে জনসম্মুখে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫.১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, আবু বক্কার সিদ্দিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তদন্তে বিভিন্ন প্রমাণ পাওয়া যাচ্ছে।